এ–কূল ভাঙে ও–কূল গড়ে এই তো নদীর খেলা।
সকাল বেলার আমির, রে ভাই (ও ভাই) ফকীর,....
Song details
Song -এ–কূল ভাঙে ও–কূল গড়ে এই তো নদীর খেলা
Singers - Mrinalkanti Ghosh
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
এ–কূল ভাঙে ও–কূল গড়ে এই তো নদীর খেলা।
সকাল বেলার আমির, রে ভাই (ও ভাই) ফকীর, সন্ধ্যাবেলা।।
সেই নদীর ধারে কোন্ ভরসায় বাঁধলি বাসা,
ওরে বেভুল, বাঁধলি বাসা কিসের আশায়?
যখন ধরল ভাঙন পেলি নে তুই পারে যাবার ভেলা।
এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা।।
এই দেহ ভেঙ্গে হয় রে মাটি,
মাটিতে হয় দেহ যে কুমোর গড়ে সেই দেহ,
তার খোঁজ নিল না কেহ (রে ভাই)।
রাতে রাজা সাজে নাচমহলে
দিনে ভিক্ষা মেগে বটের তলে
শেষে শ্মশান ঘাটে
গিয়ে দেখে সবাই মাটির ঢেলা
এই তো বিধির খেলা রে ভাই ভব নদীর খেলা।।