এই মানুষে সেই মানুষ আছে
কতো মুনি ঋষি যোগী তপস্বী
তারে খুঁজে বেড়াচ্ছে।।
জলে....
Song details
Song -এই মানুষে সেই মানুষ আছে |Ei Manushe Sei Manush Ache
Singers - Nijam Shai
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
এই মানুষে সেই মানুষ আছে
কতো মুনি ঋষি যোগী তপস্বী
তারে খুঁজে বেড়াচ্ছে।।
জলে যেমন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে কে পায়
আলেক মানুষ অমনই সদাই
আছে আলেকে বসে।।
অচিন দলে বসতি যার
দ্বিদল পদ্মে বারাম তার
দল নিরূপণ হবে যাহার
সে রূপ দেখবে অনাসে।।
আমার হলো বিভ্রান্ত মন
বাইরে খুঁজি ঘরের ধন
সিরাজ সাঁই কয় ঘুরবি লালন
আত্মতত্ত্ব না বুঝে।।