এখন আর ভাবলে কি হবে।
কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে।।
তুষে যদি কেউ....
Song details
Song -এখন আর ভাবলে কি হবে | Ekhon r vable ki hobe
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
এখন আর ভাবলে কি হবে।
কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে।।
তুষে যদি কেউ পাড় দেয়
তাতে কি আর চাল বাহির হয়।
মন যদি হয় তুষের ন্যায় বস্তুহীন ভবে।।
কর্পূর উড়ে হাওয়ায় যেমন
গোলমরিচ মিশায় তার কারন।
মন যদি হয় গোলমরিচ মতন বস্তু কেন যাবে।।
হাওয়ার চিড়ে, কথার দধি
ফলার হচ্ছে নিরবধি।
লালন বলে যার যার প্রাপ্তি
কেন না পাবে।।