এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি।
ডুবায়ে ভাসাইতে পার
ভাসায়ে কিনার দাও....
Song details
Song -এলাহি আলমিন গো আল্লাহ | Elahi Al Amin go Allah
Singers - Khepa Baul Subas
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি।
ডুবায়ে ভাসাইতে পার
ভাসায়ে কিনার দাও কারো।
রাখো মারো হাত তোমার
তাইতে তোমায় ডাকি আমি।।
নূহ নামের এক নবীরে, ভাসালে অকুল পাথারে
আবার তারে মেহের করে, আপনি লাগাও কিনারে।
জাহের আছে ত্রিসংসারে
আমায় দয়া কর স্বামী।।
নিজাম নামের বাটপার সেতো, পাপেতে ডুবিয়া রইতো
তার মনে সুমতি দিলে, কুমতি তার গেল চলে।
আউলিয়া নাম খাতায় লিখলে, জানা গেল সেই রহমই।।
নবি না মানে যারা, মোয়াহেদ কাফের তারা
সেই মোয়াহেদ দায়মাল হবে, বেহিসাব দোজখে যাবে।
আবার তারা খালাস পাবে
লালন কয় মোর কি হয় জানি।।