এমন সৌভাগ্য আমার কবে হবে
দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে।।
সাধনের....
Song details
Song -এমন সৌভাগ্য আমার কবে হবে |Emon Souvaggo Amar Kobe Hobe
Singers - Nimai Khyapa
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
এমন সৌভাগ্য আমার কবে হবে
দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে।।
সাধনের বল কিছুই নাই
কেমনে সে পারে যাই।
কূলে বসে দিচ্ছি দোহাই
অপার ভেবে।।
পতিত পাবন নামটি তোমার
তাই শুনে বল হয় গো আমার।
আবার ভাবি এ পাপীর ভার সে কি নেবে।।
গুরুপদে ভক্তিহীন হয়ে রইলাম চিরদিন
লালন বলে কী করিতে এলাম ভবে।।
- নূরের দরিয়ায় সিনান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে | NURER DARIYAY SINAN KARIYA
- প্রভাত বীণা তব বাজে হে | PRABHAT BEENA TABO BAJE
- বেদিয়া বেদিনী ছুটে আয়,আয়,আয় | Bediya Bedini Chute Ay, Ay Ay
- ভুল করে যদি ভালোবেসে থাকি | BHUL KORE JADI BHALOBESE THAKI
- মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে | MAYER CHEYEO SHANTIMOYI
- যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি | JOBE BHORER KUNDA-KALI MELIBE ANKHI