এসো প্রাণে গিরিধারী বন-চারী
গোপীজন-মনোহরী।
চঞ্চল গোকুল-বিহারী।।
লহ....
Song details
Song -এসো প্রাণে গিরিধারী বন-চারী
Singers - Nitai Ghatak
Lyrics - Kazi Nazrul Islam

For more details click here
Lyrics
এসো প্রাণে গিরিধারী বন-চারী
গোপীজন-মনোহরী।
চঞ্চল গোকুল-বিহারী।।
লহ নব প্রীতির কদম-মালা
নয়নে আরতি-প্রদীপ জ্বালা
অঞ্জলি লহ আঁখি-বারি।।
প্রণয়-বিহ্বলা প্রাণ-রাধিকা
পরেছে তব নাম কলঙ্ক-টিকা।
অথির অনুরাগ গোপ-বালিকা
চাহে পথ তোমারি।।