ফাগুন ফুরাবে যবে-
উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
কোয়েলা নীরব হবে।।
আমারে সেদিন যদি....
Song details
Song -ফাগুন ফুরাবে যবে- উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে | FAGUN PHURABE JOBE UTHIBE DIRAGHA SHASH
Singers - Bhabani Das
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ফাগুন ফুরাবে যবে-
উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
কোয়েলা নীরব হবে।।
আমারে সেদিন যদি স্মরণে আসে
বেদনা জাগে ঝরা ফুল সুবাসে
আমার স্মৃতি যত ঝরা পাতার মত
ফেলিয়া দিও নীরবে।।
যবে বাসর নিশি ফুরাবে
রাতের মিলন-মালা প্রভাতে মলিন হবে;
সুখ শশী অস্ত যাবে-
আসিবে জীবনে তব বৈশাখী মলিন হবে;
লুটাবে পথের’ পরে ভেঙে যাবে ঘর
সেদিন স্মরণে তব আসিবে কি তাহারে
গৃহহীন করিয়াছ যাহারে ভবে।।