গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায়।
ভুবন ভরি’ সেই সুরেরি....
Song details
Song -গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায় | GAHAN BONE SHRIHARI NAMER
Singers - Kazi Nazrul Islam
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায়।
ভুবন ভরি’ সেই সুরেরি সুরধুনি বয়ে যায়।।
সেই নামেরি বাঁশির সুরে, বনে পূজার কুসুম ঝুরে
সেই নামেরি নামাবলি, গ্রহ তারা আকাশ জুড়ে
অন্ত বিহীন সেই নামেরি সুর-স্রোতে কে ভাসবি আয়।।
চলচ্চিত্রঃ ধ্রুব (কাহিনীকার: গিরিশ ঘোষ)