গোয়াল ভরা পুষনে ছেলে
বাবা বলে ডাকে না।
মনের দুঃখ মনই জানে
সে অন্যে....
Song details
Song -গোয়াল ভরা পুষনে ছেলে বাবা বলে ডাকে না
Singers - Nijam Shai
Lyrics - Fakir Lalon Shah

For more details click here
Lyrics
গোয়াল ভরা পুষনে ছেলে
বাবা বলে ডাকে না।
মনের দুঃখ মনই জানে
সে অন্যে জানে না।।
মন আর তুমি মানুষ দুইজন
এই দু’জনাতেই প্রেমালাপন।
কখন সুধার হয় বরিষণ
কখন গরল পেয়ে যন্ত্রণা।।
মন আর তুমি একজন হলে
অনায়াসে অমূল্য মেলে।
একজনাতে আর একজন এলে
মুর্শিদরূপ হয় প্রকাশনা।।
আশাসিন্ধুর কুলে লালন
পাবার আশে অমূল্য ধন।
জীবন যৌবন সব সমর্পণ
আপন কিছু রাখলো না।।