হীরা লাল মতির দোকানে গেলে না।
সদাই কিনলি রে পিতল দানা।।
চটকে ভুলে....
Song details
Song -হীরা লাল মতির দোকানে গেলে না | Hira Lal Motir Dokane Gele Na
Singers - Sadhu shongho
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
হীরা লাল মতির দোকানে গেলে না।
সদাই কিনলি রে পিতল দানা।।
চটকে ভুলে রে মন
হারালি অমূল্য ধন।
হারলে বাজি কাঁদলে তখন
আর সারে না।।
পিছের কথা আগে ভাবে
উচিত বটে তাই জানিবে।
গত কাজের বিধি কিরে
মন রসনা।।
ব্যাপারে লাভ করলে ভাল
সে গুণপনা জানা গেল।
লালন বলে মিছে হলো
আওনা যাওনা।।