হতে চাও হুজুরের দাসী
মনে গলদ পুরা রাশিরাশি।।
না জানো সেবা সাধনা
না জানো....
Song details
Song -হতে চাও হুজুরের দাসী | Hote chao hujurer dashi
Singers - Farida Parveen
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
হতে চাও হুজুরের দাসী
মনে গলদ পুরা রাশিরাশি।।
না জানো সেবা সাধনা
না জানো প্রেম উপাসনা।
সদাই দেখি ইতরপনা
প্রভু রাজি হবে কিসি।।
কেশ বেঁধে বেশ করলে কি হয়
রসবোধ না যদি রয়।
রসবতী কে তারে কয় কেবল মুখে কাষ্ঠহাসি।।
কৃষ্ণপদে গোপী সুজন করেছিলো দাস্য সেবন
লালন বলে তাই কিরে মন
পারবি ছেড়ে সুখবিলাসী।।