ভুল করে যদি ভালোবেসে থাকি
ক্ষমিয় সে অপরাধ
অসহায় মনে কেন জেগেছিলো
ভালোবাসিবার সাধ।
কতজন....
Song details
Song -ভুল করে যদি ভালোবেসে থাকি | BHUL KORE JADI BHALOBESE THAKI
Singers - Satinath Mukhopadhyay
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ভুল করে যদি ভালোবেসে থাকি
ক্ষমিয় সে অপরাধ
অসহায় মনে কেন জেগেছিলো
ভালোবাসিবার সাধ।
কতজন আসে তব ফুলবন
মলয় ভ্রমর চাঁদেরও কিরণ
তেমনি আমিও আসি অকারণ
অকরুণ উন্মাদ।
তোমার হৃদয়ে শূন্যে জ্বলিছে শত রবি-শশী তারা,
তারি মাঝে আমি ধুমকেতু সম এসেছিনু পথহারা
তবু জানি প্রিয় একদা নিশিথে
মনে পড়ে যাবে আমারে চকিতে।
সহসা জাগিবে উৎসব গীতে
সকরুণ অবসাদ…
ক্ষমিয় সে অপরাধ।