জাগো অমৃত-পিয়াসি চিত
আত্মা অনিরুদ্ধ
কল্যাণ প্রবুদ্ধ।
জাগো শুভ্র জ্ঞান....
Song details
Song -জাগো অমৃত-পিয়াসি চিত | JAGO AMRITA PIYASHI CHITA
Singers - Kamal Dasgupta
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
জাগো অমৃত-পিয়াসি চিত
আত্মা অনিরুদ্ধ
কল্যাণ প্রবুদ্ধ।
জাগো শুভ্র জ্ঞান পরম
নব প্রভাত পুষ্প সম
আলোক-স্নান-শুদ্ধ।।
সকল পাপ কলুষ তাপ দুঃখ গ্লানি ভোলো
পুণ্য প্রাণ-দীপ-শিখা স্বর্গ পানে তোলো।
বাহিরে আলো ডাকিছে জাগো তিমির কারারুদ্ধ।।
ফুলের সম আলোর সম
ফুটিয়া ওঠ হৃদয় মম
রূপ রস গন্ধে অনায়াস আনন্দে জাগো মায়া-বিমুগ্ধ।।
- আজো কাঁদে কাননে কোয়েলিয়া | Ajo Knade Kanone Koyelia
- এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে | ESO SHARAD PRATER PATHIK
- ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে | ORE AY ASHUCHI AY RE PATIT
- কবি, সবার কথা কইলে, এবার নিজের কথা কহ | Kobi Sobar Katha Koiley, Ebar Nijer Katha Kaho
- খাতুনে জান্নাত ফাতেমা জননী |Khatune Jannat Fatema Janani
- চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি | Chander Konya Chand Sultana