জাগো নারী জাগো বহ্নি-শিখা।
....
Song details
Song -জাগো নারী জাগো বহ্নি-শিখা | Jago Naree Jago Bonhishikha
Singers - Indrani Sen
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
জাগো নারী জাগো বহ্নি-শিখা।
জাগো স্বাহা সীমন্তে রক্ত-টিকা।। .
দিকে দিকে মেলি’ তব লেলিহান রসনা,
নেচে চল উন্মাদিনী দিগ্বসনা,
জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী,
বিশ্ব-দাহন তেজে জাগো দাহিকা।।
ধূ ধূ জ্ব’লে ওঠ ধূমায়িত অগ্নি,
জাগো মাতা, কন্যা, বধূ, জায়া, ভগ্নী!
পতিতোদ্ধারিণী স্বর্গ-স্খলিতা
জাহ্নবী সম বেগে জাগো পদ-দলিতা,
মেঘে আনো বালা বজ্রের জ্বালা
চির-বিজয়িনী জাগো জয়ন্তিকা।।
- এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে | ESO SHARAD PRATER PATHIK
- ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে | ORE AY ASHUCHI AY RE PATIT
- কবি, সবার কথা কইলে, এবার নিজের কথা কহ | Kobi Sobar Katha Koiley, Ebar Nijer Katha Kaho
- খাতুনে জান্নাত ফাতেমা জননী |Khatune Jannat Fatema Janani
- চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি | Chander Konya Chand Sultana
- ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে | Jhor Esheche Jhor Esheche Kahara Jeno Dake