জনম জনম তব তরে কাঁদিব
জনম জনম তব তরে কাঁদিব
যত হানিবে হেলা ততই সাধিব
....
Song details
Song -জনম জনম তব তরে কাঁদিব
Singers - Satinath Mukhopadhyay
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
জনম জনম তব তরে কাঁদিব
জনম জনম তব তরে কাঁদিব
যত হানিবে হেলা ততই সাধিব
জনম জনম তব তরে কাঁদিব
তোমারি নাম গাহি
তোমারি প্রেম চাহি
তোমারি নাম গাহি
তোমারি প্রেম চাহি
ফিরে ফিরে নিতি তব চরণে আসিব
জনম জনম তব তরে কাঁদিব
জানি জানি বঁধু, চাহে যে তোমারে
ভাসে সে চিরদিন নিরাশা-পাথারে
তবু জানি হে স্বামী
কোন সে-লোকে আমি
তবু জানি হে স্বামী
কোন সে-লোকে আমি
তোমারে পাব, বুকে বাহুতে বাঁধিব
জনম জনম তব তরে কাঁদিব
জনম জনম তব তরে কাঁদিব
…………………..
Song: Janam Janam Tabo Tare Kandibo | জনম জনম তব তরে কাঁদিব
Singer: Satinath Mukhopadhyay
Lyrics: Kazi Nazrul Islam