যেখানে সাঁইর বারামখানা ।
শুনিলে প্রাণ চমকে উঠে
দেখতে যেমন ভুজঙ্গনা।।
যা ছুঁইলে প্রাণে....
Song details
Song -যেখানে সাঁইর বারামখানা
Singers - Farida Parveen
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
যেখানে সাঁইর বারামখানা ।
শুনিলে প্রাণ চমকে উঠে
দেখতে যেমন ভুজঙ্গনা।।
যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি।
বুঝেও তা বুঝতে নারি
কীর্তিকর্মার কি কারখানা।।
আত্নতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে।
কুবৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না।।
যে ধনে উৎপত্তি প্রাণধন
সেই ধনের হলো না যতন।
অকালের ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হলো না।।