ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
মেঘলা সকাল বেলা।
বেণু বনে কে....
Song details
Song -ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা | Jhiler Jole Ke Vasalo Neel Shaluker Vela
Singers - Firoza Begum
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
মেঘলা সকাল বেলা।
বেণু বনে কে খেলে রে পাতা ঝরার খেলা।
মেঘলা সকাল বেলা।।
কাজল বরণ পল্লী মেয়ে
বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে,
ব’সে দিঘীর ধারে মেঘের পানে রয় চেয়ে একেলা।।
দুলিয়ে কেয়া ফুলের বেনী শাপলা মালা প’রে
খেলতে এলো মেঘ পরীরা ঘুমতী নদীর চরে।
বিজলিতে কে দূর বিমানে, সোনার চুড়ির ঝিলিক হানে,
বনে বনে কে বসালো যুঁই-চামেলির মেলা।।
- বিনা পাগালে গড়িয়ে কাঁচি | Bina Pagale Goriye Kachi
- অমল কমল সহজে জলের কোলে | Amal Kamal Sahaje Jaler Kole
- আকাশে তোর তেমনি আছে ছুটি |Akashe Tor Temoni Ache Chuti
- আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ | Ami Chand Nohi Chand Nohi
- আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি | AHAR DEBEN TINI RE MON
- ইসলামের ঐ সওদা লইয়ে এল নবীন সওদাগর | Islamer oi souda loye