কালা এত ভাল কি হে কদম্ব গাছের তলা।
আমি দেখ্ছি কত দেখ্ব কত তোমার ছলাকলা;
আমি নিতুই....
Song details
Song -কালা এত ভাল কি হে কদম্ব গাছের তলা | KALA ETO BHALO KI HE
Singers - Ascharjamoyi Dasi
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
কালা এত ভাল কি হে কদম্ব গাছের তলা।
আমি দেখ্ছি কত দেখ্ব কত তোমার ছলাকলা;
আমি নিতুই নিতুই সবই কত, (কালা) তিন সতিনের জ্বালা॥
আমি জল নিতে যাই যমুনাতে তুমি বাজাও বাঁশি হে,
মনের ভুলে কলস ফেলে তোমার কাছে আসি হে,
শ্যাম দিন-দুপুরে গোকুলপুরে (আমার) দায় হল পথ চলা॥
আমার চারদিকেতে ননদ-সতীন দু’কূল রাখা ভার,
আমি সইব কত আর বাঁকা শ্যাম।
ওরা বুঝছে সবই নিত্যি-নতুন, (নিতি) মিথ্যে কথা বলা॥
- এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে | ESO SHARAD PRATER PATHIK
- ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে | ORE AY ASHUCHI AY RE PATIT
- কবি, সবার কথা কইলে, এবার নিজের কথা কহ | Kobi Sobar Katha Koiley, Ebar Nijer Katha Kaho
- খাতুনে জান্নাত ফাতেমা জননী |Khatune Jannat Fatema Janani
- চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি | Chander Konya Chand Sultana
- ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে | Jhor Esheche Jhor Esheche Kahara Jeno Dake