কথার কুসুমে গাঁথা গানের মালিকা কার।
ভেসে এসে হতে চায় গো আমার....
Song details
Song -কথার কুসুমে গাঁথা গানের মালিকা কার | KATHAR KUSUME GNATHA GANER MALIKA KAR
Singers - Firoza Begum
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
কথার কুসুমে গাঁথা গানের মালিকা কার।
ভেসে এসে হতে চায় গো আমার গলার হার।।
আমি তারে নাহি জানি
তার সুরের সূত্রখানি,
তবু বিজড়িত হয় কেন গো, আমার কঙ্কনে বারবার।।
তার সুরের তুলির পরশে, ওঠে আমার ভুবন রাঙ্গি’,
কোন বিস্মৃত জনমের যেন কত স্মৃতি ওঠে জাগি’।
আমার রাতের নিদে
তার সুর এসে প্রাণে বিঁধে,
যার সুর এত চেনা, কবে দেখা পাবো সেই অচেনার।।
- ঘরে কে গো ? বলি ঘরে কে | Ghore K Go? Boli Ghore Ke
- জরীন হরফে লেখা | Jorin Horofe Lekha
- তুমি আমার সকালবেলার সুর | TUMI AMAR SAKAL BELAR SUR
- দোপাটি লো, লো করবী , নেই সুরভি রূপ আছে | DOPATI LO, LO KARABI
- নন্দন বন হতে কি গো ডাকো মোরে আজো নিশীথে | NANDAN BON HOTE KI GO
- ফুলের জলসায় নীরব কেন কবি | Phooler Jalshay Nirob Keno