কে বোঝে মাওলার আলেকবাজি ।
করছে রে কোরানের মানে
যা আসে যার মনের বুঝি।।
একই কোরান পড়াশোনা
কেউ মৌলভি....
Song details
Song -কে বোঝে মাওলার আলেকবাজি
Singers - Arnab
Lyrics - Lalon Shah

For more details click here
Lyrics
কে বোঝে মাওলার আলেকবাজি ।
করছে রে কোরানের মানে
যা আসে যার মনের বুঝি।।
একই কোরান পড়াশোনা
কেউ মৌলভি কেউ মাওলানা।
দাহেরা হয় কতজনা
সে মানেনা শরার কাজি।।
রোজ কেয়ামত বলে সবাই
কেউ বলেনা তারিখ নির্ণয়।
হিসাব হবে কি হচ্ছে সদাই
কোন কথায় মন রাখি রাজি।।
ম’লে জান ইল্লিন সিজ্জিন রয়
যতদিন রোজ হিসাব না হয়।
কেউ বলে জান ফিরে জন্মায়
তবে ইল্লিন সিজ্জিন কোথায় খুঁজ।।
আর এক বিধান শুনিতে পাই
এক গোর মানুষের মউত নাই।
আ-মরি কি ভজন রে ভাই
বাঞ্ছে লালন কারে পুঁছি।।