খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
ধরতে পারলে....
Song details
Song -খাঁচার ভিতর অচিন পাখি | Khachar Vetor Ochin Pakhi Kamne Ase Jai
Singers - Farida Parveen
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
ধরতে পারলে মনবেড়ি
দিতাম পাখির পায়।।
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা
আয়নামহল তায়।।
কপালের ফ্যার নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন বনে পালায়।।
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে।
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।।