কোন আশ্রয় নেই এখন
নিই কোন ঠিকানা
গতিময় জীবনের স্তব্ধ প্রহর
ম্রিয়ময় তারার আলো মোহিনী অন্ধকারে
এলোমেলো এই শহর
নিয়মের....
Song details
Song -কোন আশ্রয় নেই এখন | Kono Asroy Nei Akhon
Singers - Fuad Ft Bappa Mazumder
Lyrics -
Lyrics
কোন আশ্রয় নেই এখন
নিই কোন ঠিকানা
গতিময় জীবনের স্তব্ধ প্রহর
ম্রিয়ময় তারার আলো মোহিনী অন্ধকারে
এলোমেলো এই শহর
নিয়মের দেয়াল ভেঙ্গে
সুবিশাল আকাশ নিয়ে
অদ্বিতী তোমায় নিয়ে জুড়ে
আসবো ফিরে
সকালের প্রথম আলোয়
সন্ধ্যের প্রতীক হয়ে
অদ্বিতী তোমায় নিয়ে জুড়ে
আসবো ফিরে
প্রতিক্ষার অন্তরালে অবিনাশি দুটি মন
আবেগি উন্মাদনায় জেগে আজ এখন
মৃত স্বপ্ন জন্ম দেবে আবার শোকের প্লাবন
রুদ্ধ দুয়ার তবু থাকবে তখন
নির্বাক ছোট বিশ্ব আমার
যাচ্ছে থেমে অকারণ
প্রশ্নের পরে প্রশ্ন খুঁজে না বারন
মৃত স্বপ্ন জন্ম দেবে আবার শোকের প্লাবন
রুদ্ধ দুয়ার তবু থাকবে তখন