করি মানা কাম ছাড়েনা মদনে
প্রেম রসিকা হব কেমনে।।
এই দেহেতে মদন রাজা....
Song details
Song -করি মানা কাম ছাড়েনা মদনে | Korimona kam Sarena
Singers - Shahnaz Belly
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
করি মানা কাম ছাড়েনা মদনে
প্রেম রসিকা হব কেমনে।।
এই দেহেতে মদন রাজা করে কাচারি
কর আদায় করে লয়ে যায় হুজুরি।
মদন তো দুষ্ট ভারি তারে দাও তহশিলদারি
করে সে মুনশিগিরি গোপনে।।
চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা
আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না।
সাধু থাকে চেতন ঘরে চোর সব পালায় ডরে
নইলে চোর লয়ে যাবে কোনখানে।।
অধীন লালন বিনয় করে সিরাজ সাঁই এর পায়
স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায়।
তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি
কেমনে হব সতী চরণে।।
- ত্রিংশ কোটি তব সন্তান ডাকে তোরে | Tringsho Koti Tobo Shontan Dake Tore
- দিল দোলা ওগো দিল দোলা | DILO DOLA OGO DILO DOLA
- নদীর নাম সই অঞ্জনা নাচে তীরে খঞ্জনা | NADIR NAM SHOI ANJANA
- ফুটলো যেদিন ফাল্গুনে, হায়, প্রথম গোলাপ -কুঁড়ি | Futlo Jedin Falgune Hay Prothom Golap Knuri
- বল্ নাহি ভয় নাহি ভয় | BOL NAHI BHOY NAHI BHOY
- মেঘ-বিহীন খর-বৈশাখে | MEGH BIHIN KHARA BAISHAKHE