কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।।
চক্ষু আঁধার দেলের ধোঁকায়
কেশের....
Song details
Song -কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
Singers - Shahnaz Belly
Lyrics - Lalon Shah

For more details click here
Lyrics
কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।।
চক্ষু আঁধার দেলের ধোঁকায়
কেশের আড়ে পাহাড় লুকায়।
কি রঙ্গ সাঁই দেখছে সদাই
বসে নিগম ঠাঁই।।
এখানে না দেখলাম যারে
চিনবো তারে কেমন করে।
ভাগ্যগতি আখের তারে
দেখতে যদি পাই।।
সমঝে ভজন সাধন করো
নিকটে ধন পেতে পারো।
লালন কয় নিজ মোকাম ঢোঁড়
বহু দূরে নাই।।