লিচুর বাগান লিরিক্স:
[Chorus: Aleya Begum, Mongol Mia]
কে দিলো পিরিতের বেড়া লিচুরও....
Song details
Lyrics
লিচুর বাগান লিরিক্স:
[Chorus: Aleya Begum, Mongol Mia]
কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে ? (2)
আরে কমলার বাগানে, সই গো, কমলার বাগানে
কমলার বাগানে, সই গো, কমলার বাগানে
কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে ? (2)
[Verse 1: Xefer]
কেমন প্রেমিক তুই বন্ধুরে
বেড়া দেইখ্যা কাঁপিস ভয়ে
কেমন প্রেমিক তুই বন্ধুরে
বেড়া দেখ্যা কাঁপিস ভয়ে
পারলে বেড়া ডিঙায় আসো
পারলে বেড়া ডিঙায়
পারলে বেড়া ডিঙায় আসো
জাগা দিমু এ অন্তরে
[Chorus: Mongol Mia]
কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে ? (2)
[Verse 2: Mongol Mia, Pritom Hasan]
শোনেন, শোনেন গ্রামবাসী, শোনেন দিয়া মন
এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন
স্বাধীন হওয়া ভালোবাসা ধরলো গানের সুর
সেই সুরের নেশাতের মনে ফুটল প্রেমের ফুল
ফুল আর সুরে হইয়া গেল কানাকানি
মন লেনদেন হইলো সাকি আসমানওজমিন পানি
মন লেন-দেন কইরা তারা গলায় ধরলো গান
সেই গানের সুরে সবাই মিলাইলো রে প্রাণ (3)
[Verse 3: Pritom Hasan]
আমি চুপ করে ভালোবাসি দূরে থেকে তোমাকে
এক অজানা ফুল তুমি লুকিয়ে নীরবে এ হৃদয়ে
শুধু তোমারই সুবাস এ হৃদয়ে ডুবে ভাসে মনের মাঝে
আমি খুব দূরে আবার খুব কাছে
তুমি দেয়াল দিলেও তাতে কী যায়-আসে?
[Bridge: Xefer, Pritom Hasan]
আমার মনে লাগে সন্ধ্যে
আমার মনের লাগে (কী যায়-আসে?)
আমার মনে লাগে সন্ধ্যে
বন্দে বুঝি যাদু জানে
[Chorus: Pritom Hasan]
কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে ? (2)
আরে কমলার বাগানে, সই গো, কমলার বাগানে
কমলার বাগানে, সই গো, কমলার বাগানে
কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে ? (2)
[Outro: Choir]
লিচুরও বাগানে
…………………………………..
Movie : Taandob
Song Title: Lichur Bagan | লিচুর বাগান
Starring: Megastar Shakib Khan, Sabila Nur
Vocals : Pritom Hasan, Xefer Rahman, Mongol Mia, Aleya Begum
Composer : Pritom Hasan
Music : Pritom Hasan
Lyricist : Sattar Pagla, Pritom Hasan, Mehedi Ansari, Inamul Tahsin
Mix/ Master: Pritom Hasan
Choreographer: Baba Yadav (India) Ruhul Amin (Bangladesh)
#MegastarShakibKhan #JayaAhsan #Sabilanur #Taandob #RaihanRafi #MahendraSoni #ShahriarShakil #RedoanRony #Svf_Alphai #Svf #Chorki #Alphai #Deepto #ThisEidulAdha