মানুষ মানুষ সবাই বলে।
আছে কোন মানুষের বসত কোন দলে।।
অযোনী সহজ সংস্কার
তারে....
Song details
Song -মানুষ মানুষ সবাই বলে | Manush Manush Sobai Bole
Singers - Fakir Abdur Rob
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
মানুষ মানুষ সবাই বলে।
আছে কোন মানুষের বসত কোন দলে।।
অযোনী সহজ সংস্কার
তারে কি সন্ধানে সাধবো এবার।
বড় অগম্ভু মানুষ লীলে সে মানুষ লীলে।।
সংস্কার সাধন নাহি জানি
কোথায় পাই সহজ কোথায় অযোনী।
বেড়াই গোলে হরিবোল বলে
গোলে হরিবোল বলে।।
তিন মানুষের করণ বিচক্ষন
তারে জানলে হবে এক নিরূপণ।
অধীন লালন প’লো গোলেমালে মহা গোলমালে।।
- একটুখানি দাও অবসর বসতে কাছে | Ektukhani Dao Abasor Baste Kache
- ও শাপ্লা ফুল নেবো না বাবলা ফুল এনে দে | O SHAPLA PHUL NEBO NA
- কুহু কুহু কুহু কহু কোয়েলিয়া |KUHU KUHU KUHU KUHU KOYELIA
- কত যুগ পাই নাই তোমার দেখা | KATO JUG PAI NAI TOMAR DEKHA
- ঘরে কে গো ? বলি ঘরে কে | Ghore K Go? Boli Ghore Ke
- জরীন হরফে লেখা | Jorin Horofe Lekha