চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা
মন সহজে কি সই হবা।
ডাবার পর মুগুর প’লে
সেইদিনে গা....
Song details
Song -মন সহজে কি সই হবা | Mon Shohoje ki Shoi Hoba
Singers - Farida Parveen
Lyrics - Lalon Fakir
Lyrics
চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা
মন সহজে কি সই হবা।
ডাবার পর মুগুর প’লে
সেইদিনে গা টের পাবা।।
বাহার তো গেছে চলে পথে যাও ঠেলা পেড়ে
কোনদিনে পাতাল ধাবা
তবু দেখি গেলো না তোর ত্যাড়া চলন বদলোভা।।
সুখের আশ থাকলে মনে
দুঃখের ভার নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা।
সুখ চেয়ে সোয়াস্তি ভালো শেষকালে তে পস্তাবা।।
ইল্লতে স্বভাব হলে পানিতে কি যায় রে ধুলে
খাজলতি কিসে ধুবা।
লালন বলে হিসাব কালে সকল ফিকির হারাবা।।
- আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া | Amar Bhuban Kaan Pete Roy
- একটুখানি দাও অবসর বসতে কাছে | Ektukhani Dao Abasor Baste Kache
- ও শাপ্লা ফুল নেবো না বাবলা ফুল এনে দে | O SHAPLA PHUL NEBO NA
- কুহু কুহু কুহু কহু কোয়েলিয়া |KUHU KUHU KUHU KUHU KOYELIA
- কত যুগ পাই নাই তোমার দেখা | KATO JUG PAI NAI TOMAR DEKHA
- ঘরে কে গো ? বলি ঘরে কে | Ghore K Go? Boli Ghore Ke