মন তোর আপন বলতে আর কে আছে।
তুমি কার কাঁদায় কাঁদো মিছে।।
থাক....
Song details
Song -মন তোর আপন বলতে আর কে আছে
Singers - Ibrahim Baul
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
মন তোর আপন বলতে আর কে আছে।
তুমি কার কাঁদায় কাঁদো মিছে।।
থাক সে ভবের ভাই বেরাদার
প্রাণপাখি সেও নয় আপনার।
পরের মায়ায় মজে এবার
প্রাপ্ত ধন হারায় পিছে।।
মিছে মায়ার মদ খেও না
প্রাপ্তপদ ভুলে যেও না।
এবার গেলে আর হবেনা
পড়বি কয় যুগের প্যাঁচে।।
সারা নিশি দেখ মনুরায়
নানান পক্ষী এক বৃক্ষে রয়।
যাবার বেলায় কে কারে কয়
দেহ প্রাণ তেমনি সে যে।।
আসতে একা এলি রে মন
যেতেও একা যাবি তখন।
সিরাজ সাঁই বলে রে লালন
কার নাচায় নাচো মিছে।।