মন তুই করলি একি ইতরপনা।
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা।।
শুদ্ধরাগে থাকতে....
Song details
Song -মন তুই করলি একি ইতরপনা
Singers - Tuntun Baul
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
মন তুই করলি একি ইতরপনা।
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা।।
শুদ্ধরাগে থাকতে যদি
হাতে পেতে অটলনিধি।
বলি মন তাই নিরবধি বাগ মানে না।।
কি বৈদিকে ঘিরলো হৃদয়
হলো না সুরাগের উদয়।
নয়ন থাকিতে সদাই হলি কানা।।
বাপের ধন তোর খেলো সর্পে
জ্ঞানচক্ষু নাই দেখবি কবে।
লালন বলে হিসাব কালে যাবে জানা।।