মনের হলো মতিমন্দ।
তাইতে হয়ে রইলাম আমি জন্ম-অন্ধ।।
ভবরঙ্গে থাকি মজে
ভাব দাঁড়ায় না....
Song details
Song -মনের হলো মতিমন্দ | Moner Holo Moti Mondo
Singers - Joydeb Saha
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
মনের হলো মতিমন্দ।
তাইতে হয়ে রইলাম আমি জন্ম-অন্ধ।।
ভবরঙ্গে থাকি মজে
ভাব দাঁড়ায় না হৃদয় মাঝে।
গুরুর দয়া হবে কিসে
দেখে ভক্তিবিহীন পশুর ছন্দ।।
ত্যাজিয়ে সুধারতন
গরল খেয়ে ঘটাই মরণ।
মানি নে সাধু গুরুর বচন
তাইতে মূল হারায়ে শেষে হইরে ধন্ধ।।
বালক বৃদ্ধ সকলে কয়
সাধুচিত্ত আনন্দময়।
লালন বলে আমার সদাই
যায় না মনের নিরানন্দ।।