মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম....
Song details
Song -মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান | Mora Eki Brinte Duti Kusum Hindu Musalman
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।।
এক সে আকাশ মায়ের কোলে
যেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান।।
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলাই একই ফুল ও ফল।
এক সে দেশের মাটিতে পাই
কেউ গোরে কেউ শ্মাশানে ঠাঁই
এক ভাষাতে মা’কে ডাকি, এক সুরে গাই গান।।
নাটিকাঃ‘পুতুলের বিয়ে’