মুখে তোমার মধুর হাসি হাতে কুটিল ফাঁসি।
সুন্দর চোর, চিনি তোমায় তবু....
Song details
Song -মুখে তোমার মধুর হাসি হাতে কুটিল ফাঁসি | MUKHE TOMAR MADHUR HASI
Singers - Beenapani Chattopadhyay
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
মুখে তোমার মধুর হাসি হাতে কুটিল ফাঁসি।
সুন্দর চোর, চিনি তোমায় তবু ভালোবাসি।।
শত ব্রজে কেঁদে মরে
শত রাধা তোমার তরে,
কত গোকুল ডুবলো অকূল আঁখির নীরে ভাসি’।।
কত নারীর মন গেঁথে, নাথ, পরলে বন-মালা,
যমুনাতে ডুবালে শ্যাম কত কুলের বালা।
দেখাও আসল হাত দু’খানি-
করাল গদার চক্রপাণি,
তব এ দু’টি হাত ছলনা, নাথ, বাজাও যে হাতে বাঁশি।।