না বুঝে মজো না পিরিতে।
বুঝে সুঝে করো পিরিত
শেষ ভালো দাঁড়ায় যাতে।।
ভবের....
Song details
Song -না বুঝে মজো না পিরিতে
Singers - Gamcha Palash
Lyrics - Fakir Lalon Shah

For more details click here
Lyrics
না বুঝে মজো না পিরিতে।
বুঝে সুঝে করো পিরিত
শেষ ভালো দাঁড়ায় যাতে।।
ভবের পিরিত ভূতের কীর্তন
ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন।
অবশেষে হয় তার মরণ তেমাথা পথে।।
পিরিতের যদি হয় বাসনা
সাধুর কাছে জান গে বেনা।
লোহা যেমন স্পর্শে সোনা, হবে সেইমতে।।
এক পিরিতের দ্বিভাব চলন
কেউ স্বর্গে কেউ নরকে গমন।
দেখে শুনে বলছে লালন এই জগতে।।