নবীন আশা জাগ্ল যে রে আজ!
নূতন রঙে রাঙা তোদের সাজ।।
কোন সে....
Song details
Song -নবীন আশা জাগ্ল যে রে আজ | Nabin Asha Jaglo Je Re Aj
Singers - Various Artists
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
নবীন আশা জাগ্ল যে রে আজ!
নূতন রঙে রাঙা তোদের সাজ।।
কোন সে বাণী বাজ্ল প্রাণের মাঝ্,
বাজরে বীণা বাজ, দীপক-তানে বাজ
আপন কাজে পাস্ রে কেন লাজ?
এগিয়ে গিয়ে ধর্ রে নিজের কাজ।
শির্ উচিয়ে দাঁড়া জগৎ-মাঝ!
তোদের কণ্ঠে হানে যেন প্রবল বাজ।।
ফেলে দে রে যা কিছু সব জীর্ণ
রিক্ত যা, হবে তা দীর্ণ।
থাকিস্ নে ব’সে কেউ শীর্ণ
দুন্দুভি-ঢাক বাজুক্ না রে আজ।।
- কি সন্ধানে যাই সেখানে | Ki Shondhane Jai Sekhane
- গুরুর দয়া যারে হয় সেই জানে |Gurur Doya Jare Hoy Sei Jane
- মন চোরারে কোথা পাই | Mon chorare kotha pai
- বসত বাড়ির ঝগড়া কেজে | Boshot Barir Jhogra Kajo
- পাখি কখন জানি উড়ে যায় | Pakhi Kokhon Jani Ure Jay
- সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে |Sadhya Kire Amar Se Rup Chinite