নমঃ নমঃ নামো বাঙালাদেশ মম
চির মনোরম চির মধুর
বৃকে নিরবধি বহে শত নদী ....
Song details
Song -নমঃ নমঃ নামো বাঙালাদেশ মম | NOMO NOMO NOMO BANGLADESH MAMO
Singers - Abbas Uddin Ahmad
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
নমঃ নমঃ নামো বাঙালাদেশ মম
চির মনোরম চির মধুর
বৃকে নিরবধি বহে শত নদী
চরণে জলধির বাজে নূপুর।।
গ্রীষ্মে নাচে বামা কালবোশেখি ঝড়ে
সহসা বরষাতে কাঁদিয়া ভেঙ্গে পড়ে
শরতে হেসে চলে শেফালিকা-তলে
গাহিয়া আগমনী গীতি বিধুর।।
হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে
ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে
শীতের অলস বেলা পাতা ঝরারি খেলা
ফাগুনে পরে সাজ ফুল-বধূর।।
এই দেশের মাটি জল ও ফুলে ফলে
যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে
এই মায়েরি বুকে হেসে খেলে সুখে
ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর।।