ও ভাইখাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি।।
এই দেশেরই মাটি জলে এই দেশেরই ফুলে ফলে
তৃষ্ণা....
Song details
Song -ও ভাইখাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি | O Bhai Khati Sonar Cheye Khati
Singers - Ferdous Ara
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ও ভাইখাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি।।
এই দেশেরই মাটি জলে এই দেশেরই ফুলে ফলে
তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা পিয়ে এরি দুধের বাটি।।
এই মায়েরই প্রসাদ পেতে মন্দিরে এর এঁটো খেতে
তীর্থ ক’রে ধন্য হতে আসে কত জাতি।
ও ভাইএই দেশেরই ধূলায় পড়ি’
মানিক যায় রে গড়াগড়ি
ও ভাইবিশ্বে সবার ঘুম ভাঙালো
এই দেশেরই জিয়ন–কাঠি।।
এই মাটি এই কাদা মেখে
এই দেশেরই আচার দেখে
সভ্য হ’লো নিখিল ভুবন দিব্য পরিপাটি।
ও ভাইসন্ন্যাসিনী সকল দেশে জ্বাল্লো আলো
ভালোবেসে মাআঁধার রাতে এক্লা জাগে আগ্লে রে এই শ্মশান–ঘাঁটি ।।