ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল।
তোমায় দেখে শিউরে ওঠে কাজ্লা দীঘির....
Song details
Song -ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল
Singers - Sudhir Dutta
Lyrics - Kazi Nazrul Islam

For more details click here
Lyrics
ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল।
তোমায় দেখে শিউরে ওঠে কাজ্লা দীঘির কালো জল।
ওগো কাজ্লা দীঘির কালো জল।।
দেখে তোমার কালো আঁখি
কালো কোকিল ওঠে ডাকি’
তোমার চোখের কাজল মাখি’ হয় সজল ঐ মেঘ-দল
ওগো হয় সজল ঐ মেঘ-দল।।
তোমার কালো রূপের মায়া
দুপুর রোদে শীতল ছায়া
কচি অশথ্ পাতায় টলে ঐ কালো রূপ টলমল।।
ভাদর মাসের ভরা ঝিলে
তোমার রূপের আদর মিলে গো-
তোমার তনুর নিবিড় নীলে আকাশ করে টলমল।
ঐ আকাশ করে টলমল।।