মেয়েঃ ও শাপ্লা ফুল নেবো না বাবলা ফুল এনে দে
নইলে দেবো না বাঁশি ফিরিয়ে।
ছেলেঃ খুলে....
Song details
Song -ও শাপ্লা ফুল নেবো না বাবলা ফুল এনে দে | O SHAPLA PHUL NEBO NA
Singers - Girin Chakraborty & Shefali Ghosh
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
মেয়েঃ ও শাপ্লা ফুল নেবো না বাবলা ফুল এনে দে
নইলে দেবো না বাঁশি ফিরিয়ে।
ছেলেঃ খুলে বেণীর বিনুনী, খোঁপার চিরুনি
হাতে দে, যাব খানিক জিরিয়ে।
মেয়েঃ বন-পায়রার পালক দে কুড়িয়ে,
ছেলেঃ তোর চোখের চাওয়া পায়রা দিল উড়িয়ে,
দুজনেঃ মোদের ঝগড়া দেখে হালকা হাওয়া বহে ঝিরঝিরিয়ে।
ছেলেঃ তোর জোড়া ভুরু-ধনুক মোর নাসিকা বাঁশি লো
মেয়েঃ চাঁদের চেয়ে ভালো লাগে
কালো রূপের হাসি রে তোর কালো রূপের হাসি
ছেলেঃ ওই কালো চোখের হাসি।
মেয়েঃ তুই যাদু করে মন দিলি দুলিয়ে
দুজনেঃ মোদের কথা শুনে শিরিষ পাতা ওঠে শিরশিরিয়ে॥
সিনেমাঃ ‘অভিনয় নয়’