পরজনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও ।।
এ জনমে যাহা বলা হ’ল না
আমি বলিব না....
Song details
Song -পরজনমে দেখা হবে প্রিয়
Singers - Dhiren Basu
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
পরজনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও ।।
এ জনমে যাহা বলা হ’ল না
আমি বলিব না , তুমিও ব’লো না ।
জানাইলে প্রেম করিও ছলনা
যদি আসি ফিরে বেদনা দিও ।।
হেথায় নিমেষে স্বপন ফুরায়
রাতের কুসুম প্রাতে ঝরে যায়
ভালো না বাসিতে হৃদয় শুকায়
বিষ-জ্বালা-ভরা হেথা অমিয় ।।
হেথা হিয়া উঠে বিরহে আকুলি
মিলনে হারাই দুদিনেতে ভুলি
হৃদয় যেথায় প্রেম না শুকায়
সেই না অমরায় মোরে স্মরিও ।।
(পরজ –একতালা )
( চোখের চাতক )