প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর তার
শত সে বিপদে আপদে তাহার হাত ধরে কর....
Song details
Song -প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর তার | PRABHU TOMATE JE KORE PRAN NIBEDAN
Singers - Abdul Latif
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর তার
শত সে বিপদে আপদে তাহার হাত ধরে কর পার॥
তার দুঃখে শোকে ভাবনায় ভয়ে
তব নাম রাজে সান্ত্বনা হয়ে
পার হয়ে যায় তব নাম লয়ে দুস্তর পারাবার॥
ঝড় ঝঞ্ঝায় প্রাণ শিখা তার শান্ত অচঞ্চল
টলমল করে রূপে রসে তার জীবনের শতদল।
যেমন পরম র্ভিরতায়
শিশু তার মার বক্ষে ঘুমায়
তোমারে যে পায় সে জন তেমনি ডরে নাহি সংসার॥
- আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম | ALLAR NAAM MUKHE JAHAR
- আগুন জ্বালাতে আসিনি গো আমি এসেছি দেয়ালি জ্বালাতে |Agoon Jalate Ashani Go
- আজো কাঁদে কাননে কোয়েলিয়া | Ajo Knade Kanone Koyelia
- এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে | ESO SHARAD PRATER PATHIK
- ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে | ORE AY ASHUCHI AY RE PATIT
- কবি, সবার কথা কইলে, এবার নিজের কথা কহ | Kobi Sobar Katha Koiley, Ebar Nijer Katha Kaho