রাখিলেন সাঁই কূপজল করে
আন্দেলা পুকুরে।।
কবে....
Song details
Song -রাখিলেন সাঁই কূপজল করে
Singers - Janib Fakir
Lyrics - Fakir Lalon Shah

For more details click here
Lyrics
রাখিলেন সাঁই কূপজল করে
আন্দেলা পুকুরে।।
কবে হবে সজল বরষা
চেয়ে আছি সেই ভরসা।
আমার এই ভগ্নদশা যাবে কতদিন পরে।
এবার যদি না পাই চরণ
আবার কি পরি ফ্যারে।।
নদীর জল কূপজল হয় বিল বাওরে পরে রয়
সাধ্য কি সে গঙ্গাতে যায় গঙ্গা না এলে পরে।
জীবের তেমনি ভজন বৃথা
তোমার দয়া নাই যারে।।
যন্তর পড়িয়ে অন্তর রয় যদি লক্ষ বছর
যন্ত্র কভূ বাজতে না পারে যন্ত্রীক বিহনে।
আমি যন্ত্র তুমি যন্ত্রী
সুবোল ধরাও আমারে।।
পতিত পাবন নামটি, শাস্ত্রে শুনেছি খাঁটি
পতিত না ত্বরাও যদি কে ডাকবে ঐ নাম ধরে।
ফকির লালন বলে ত্বরাও গো সাঁই
এই ভব কারাগারে।।