সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না
পাশাপাশি দুটি ফুল ফোটে....
Song details
Song -সব লাল পাথরই তো চুনি হতে পারে না
Singers - Lata Mangeshkar
Lyrics - Pulak Bandyopadhyay
Lyrics
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়
সমাধীর বেদী তার ভরে যায় একজন
সব ফুল দেবালয়ে পার্ না তো যেতে হায় ।
কেউ বা হাসে সারাটি জীবন অশ্রু ঝরায় কারও বা নয়ন
কেউ বা দু হাতে কেবলই নিতে চায়, কেউ বা কিছু নিতে নয়
শুধু দেবীকে চায়, সুখী তো সকলেই হতে চায় দুনিয়ায়
সুখী কেউ হয় কেউ দুঃখী শুধু রয়ে যায় ।
কারও বা আশা হয়গো পূরণ হয়না সফল কারও বা স্বপন
ভিখারী মাটিতে ফেলে যে রতন পারে না দিতে তা কখনও মহাজন
প্রদীপের শিখা কারো ঘর আলো করে যায় ।
…………………………
Song Name : Sab Lal Pathor
Artist : Lata Mangeshkar
Lyricist : Pulak Bandopadhyay
Music Director : Bappi Lahiri
Movie : Mondira