সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।
অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে।।
ঈশানকোণে হামেশ ঘড়ি
সে নড়ে....
Song details
Song -সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে
Singers - Shourov Moni
Lyrics - Fakir Lalon Shah

For more details click here
Lyrics
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।
অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে।।
ঈশানকোণে হামেশ ঘড়ি
সে নড়ে কি আমি নড়ি।
আমার আমি হাতড়ে ফিরি
না পাই ধরিতে।।
আমি আর সে অচিন একজন
এক জায়গাতে থাকি দুজন।
ফাঁকে থাকে লক্ষ্য যোজন
না পাই দেখিতে।।
ঢুঁড়ে হদ্দ মেনে আছি
এখন বসে খেদাই মাছি।
লালন বলে মরে বাঁচি
কোন কার্যেতে।।