সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে
গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে॥
নাই বৃষ্টি বাদল....
Song details
Song -সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর
Singers - Manabendra Mukherjee
Lyrics - kazi nazrul islam
Lyrics
সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে
গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে॥
নাই বৃষ্টি বাদল ওলো,
দৃষ্টি কেন ঝাপ্সা হলো?
অশ্রু জলে ঝালর দোলে চোখের পাতার দিকে॥
পলাশ-কলির লাল আঁখরে বনের দিকে দিকে
গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে।
মনে আমার পাইনে লো খেই;
কে যেন নেই, কী যেন নেই।
কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে॥