সে চলে গেছে বলে কি গো
স্মৃতি কি তার যায় ভোলা
সে চ'লে গেছে ব'লে কি গো
স্মৃতি কি তার....
Song details
Lyrics
সে চলে গেছে বলে কি গো
স্মৃতি কি তার যায় ভোলা
সে চ’লে গেছে ব’লে কি গো
স্মৃতি কি তার যায় ভোলা
আজ মনে হ’লে তার কথা
মর্মে সে মোর দেয় দোলা
মর্মে সে মোর দেয় দোলা
স্মৃতি কি তার যায় ভোলা
সে চ’লে গেছে
আছে তার ছোঁওয়া লেগে
প্রতিটি ধূলি কণায়
আছে তার ছোঁওয়া লেগে
প্রতিটি ধূলি কণায়
আজো তার আসার আশায়
রাখি মোর দ্বার খোলা
স্মৃতি কি তার যায় ভোলা
সে চ’লে গেছে
হেথা সে ছিল যবে
হেথা সে ছিল যবে
সেজেছিল ধরা উৎসবে
সে ছিল যবে
মোর কাজ ছিল শুধু ভবে
মোর কাজ ছিল শুধু ভবে
তার হার গাঁথা আর ফুল তোলা
তার হার গাঁথা আর ফুল তোলা
আজ সে নাই ব’লে
শুধু তারই কথা মনে পড়ে
হেরি তারই ছবি ভুবন ভ’ রে
হেরি তারই ছবি ভুবন ভ’ রে
তারে ভুলিতে মিছে বলা
তারে ভুলিতে মিছে বলা
তারে ভুলিতে মিছে বলা
তারে ভুলিতে মিছে বলা
স্মৃতি কি তার যায় ভোলা
সে চ’লে গেছে, সে চ’লে গেছে
সে চ’লে গেছে ব’লে কি গো
স্মৃতি কি তার যায় ভোলা
স্মৃতি কি তার যায় ভোলা
স্মৃতি কি তার যায় ভোলা
…………………..
Song: Se Chole Gechhe Bale | সে চলে গেছে বলে
Singer: Ferdous Ara
Lyrics: Kazi Nazrul Islam