শুদ্ধ প্রেম সাধলো যারা
কামরতি রাখলো কোথা।
বলো রসিক রসের মাফিক
ঘুচাও আমার মনের....
Song details
Song -শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা
Singers - Rowson Fakir
Lyrics - Fakir Lalon Shah

For more details click here
Lyrics
শুদ্ধ প্রেম সাধলো যারা
কামরতি রাখলো কোথা।
বলো রসিক রসের মাফিক
ঘুচাও আমার মনের ব্যাথা।।
আগে উদয় কামের রতি
রস আগমন তারই গতি।
সেই রসে করে স্থিতি
খেলছে রসের প্রেমদাতা।।
মন জানিত রসের করণ
নয়রে সে প্রেমের ধরন।
জল সেঁচে তার হয়রে মরণ
কথায় কেবল বাজি জেতা।।
মনের বাধ্য যে জন
আপনার আপনি ভোলে সে জন।
ভেবে কয় ফকির লালন
ডাকলে সে তো কয় না কথা।।