সোনার মেয়ে | Ogo Sonar Meye
ওগো সোনার মেয়ে, বলনা কি পেয়েছো?
হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো?
বলনা কি পেয়েছো?
ওগো সোনার মেয়ে, বলনা...
ওগো সোনার মেয়ে, বলনা কি পেয়েছো?
হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো?
বলনা কি পেয়েছো?
ওগো সোনার মেয়ে, বলনা...
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু...
এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে
এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই...
হিমেল ভোরে ভাসে
কুয়াশারই মেঘ
জড়িয়ে রাখে তার আঁচলে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো শীতের সকালে...
কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভরে এই দুনয়নে
এলো বরষা
কেনো জানি শুধু মনে পড়ে
আজ তোমায়
আলো আঁধারি ঢাকা...
ইচ্ছে করে
যাই চলে যাই অচিনপুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর………
ইচ্ছে...
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে গাইছে,
আপন সুরে, আপন সুরে, আপন...
নিঝুম শহরে বৃষ্টি ধোঁয়া রাত্রি
মৌন ক্লান্ত আমি সময়ের যাত্রী
পিছু ফেলে যেতে চাই সকল মায়া
মনের কোণে তবু কিসের...
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি আমি এঁকেছি
তার চোখ ভরে জাদু আমি দেখেছি
যেন স্বর্গের কাছাকাছি...
সীমান্তে ফের মানুষের ঢল নামছে
পিছমোড়া বিষ ঢেলে দিয়ে গেছে বৃশ্চিক
নাফ নদীজল পেরিয়ে আসতে হচ্ছে
...