থির হয়ে তুই ব’স দেখি মা খানিক আমার আঁখির আগে
দেখব নিত্য লীলাময়ী থির হলে তুই কেমন লাগে।। ....
Song details
Song -থির হয়ে তুই ব’স দেখি মা খানিক আমার আঁখির আগে | THIR HOYE TUI BOSH DEKHI MA
Singers - Mrinalkanti Ghosh
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
থির হয়ে তুই ব’স দেখি মা খানিক আমার আঁখির আগে
দেখব নিত্য লীলাময়ী থির হলে তুই কেমন লাগে।। .
শান্ত হ’লে ডাকাত মেয়ে
কেমন দেখায় দেখব চেয়ে (মা গো)
চিন্ময় শিব শম্ভু কেন চরণ-তলে শরণ মাগে।।
দেখব চেয়ে জননী তুই সাকারা না নিরাকারা
কেমন করে কালি হয়ে নামে ব্রক্ষ্মজ্যোতিধারা।
কোলে নিতে কোলের ছেলে
শ্মশান জাগিস বাহু মেলে
কেমন ক’রে মহামায়া তোর বুকে মায়া জাগে।।
- Ai Husn Zara Jaag
- মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই | Masjider oi pashe amar
- মনের নেংটি এঁটে করো রে ফকিরী | Moner Nengti Ente Koro Re Fakiri
- প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি | Prem Prem Koro Court Kachary
- বাড়ির কাছে আরশিনগর | Barir Kache Arshi Nogor
- পার করো হে দয়াল চাঁদ আমারে | Par Koro He Doyal Chad Amare