তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তিন পাগলে হলো মেলা নদেয় এসে।।
একটা....
Song details
Song -তিন পাগলে হলো মেলা নদেয় এসে | Tin Pagole Holo Noyde Ase
Singers - Tuntun Baul
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তিন পাগলে হলো মেলা নদেয় এসে।।
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে।
আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে।।
একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে।
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।।
পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন হয় তরাসে।
চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরেছে।।