তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে।
তবু মুখপানে....
Song details
Song -তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে | TOMAR KUSUM BONE AMI ASHIYACHHI BHULE
Singers - Nitai Ghatak
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে।
তবু মুখপানে প্রিয় চাহ মুখ তুলে।। .
দেখি সে-দিনের সম, ওগো ভুলে-যাওয়া স্মৃতি মম
তব ও-নয়নে আজো ওঠে কি-না দুলে।।
ওগো ভুল ক’রে আসিয়াছি, জানি ভুলেছ, তুমিও
তবু ক্ষণেকের তরে সে-ভুল ভেঙো না প্রিয়।
তীর্থে এসেছি মম দেবীর দেউলে।।
তোমার মাধবী-রাতে, আসিনি আমি কাঁদাতে
কাঁদিতে এসেছি একা বিদায়-নদীর কূলে।।
- পার করো হে দয়াল চাঁদ আমারে | Par Koro He Doyal Chad Amare
- এই মানুষে সেই মানুষ আছে |Ei Manushe Sei Manush Ache
- অকারণে অকালে মোর | Akarane Akale Mor
- অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে | Arup Bina Ruper Arale
- আগে চল্, আগে চল্ ভাই | Age Chol Age Chol Vai
- আমার বিফল পূজাঞ্জলি অশ্রু-স্রোতে যায় যে ভেসে | AMAR BIPHAL PUJANJALI ASHRU SROTE JAY JE BHESE